May 11, 2021

বাংলার দিগন্ত

নতুন রুপে,বাংলা নিয়ে

হাজারো মানুষের ভালবাসায় খোকনের শেষ বিদায়

 

সলঙ্গা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গার আগরপুরের হাজী গোলবার আকন্দের বড় ছেলে খয়রুজ্জামান খোকনের শেষ বিদায় হলো হাজারো মানুষের ভালোবাসার মধ্যদিয়ে।মরহুম খোকন (৫০) শনিবার(১মে)সকাল সাড়ে ৭ টায় সলঙ্গা- তাড়াশ রাস্তার বনবাড়িয়া সাঁকো ব্রিজের কাছে মাটিবাহী ট্রলির ধাক্কায় নিহত হয়।আগরপুর ঈদগাহ মাঠে বাদ আছর নামাজে জানাযা শেষে দাফন করা হয়। স্ত্রী, ২ ছেলে,বাবা ভাই -বোন ও অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। নিহতের ছোট ভাই আব্দুল ওয়াদুদ খোকা সকলের নিকট দোয়া চেয়েছেন, যেন মহান আল্লাহ তায়ালা বড় ভাই খোকনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।