
ডিমলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
সুবীর রায়
ডিমলা,নীলফামারী প্রতিনিধি।
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে সারা দেশে ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রায় ৩ কোটি ৪০ লাখ শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। চলমান করোনা মহামারি বিবেচনা করে দেশে বিদ্যমান শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, হাঁচি-কাশির শিষ্টাচার পালন ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালন সাপেক্ষে ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে।
- ডিমলায় বুধবার ৯ মাস থেকে ১০ বছর শিশুদের সকাল ৯ থেকে ৪ টা পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। মুল কেন্দ্রে টিকাদানকারী স্বাস্থ্য সহকারী/ এফ ডব্লিউ এ তাদের সাথে রয়েছে স্বেচ্ছাসেবী ৩ জন।